Saturday, August 3, 2013

২১ শতকের মার্কেটিংয়ে নতুন বিপ্লব ঘটাচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং


আমার এই লেখা তাদের জন্য যারা নিজেদেরকে নতুন এবং আন্তর্জাতিক আবিস্কার ও সুযোগ গুলোকে গ্রহন করতে চায় । আজকে প্রমানিত যে সারা পৃথিবীতেই যখন কোন কিছু নতুন আবিস্কার হয় তখন প্রথমেই তা কেউ গ্রহন করে না কিন্তু পরবর্তীতে তা ছাড়া চলেও না । যেমন- রাইট্ ব্রাদার্সদের বিমান আবিস্কার, প্রথমে সবাই হাসাহসি করলেও যোগাযোগের ক্ষেত্রে তারা নিয়ে আসে বৈপ্লবিক পরিবর্তন, পুরন হয় মনুষ্য জাতির আকাশ জয়। এছাড়া স্টিম ইঞ্জিনের আবিষ্কার, মার্কনির রেডিও আবিষ্কার সহ প্রতিটি বৈপ্লবিক আবিষ্কারই প্রথমে প্রচণ্ড সমালোচনায় এবং হাসাহাসির পর্যায় পড়েছে । পরবর্তীতে স্টিম ইঞ্জিনের আবিষ্কার আমাদের স্থল পথের যোগাযোগে দূরত্ব কমিয়ে আনে। মার্কনির রেডিও (সমসাময়িক সময়ে আমাদের স্যার জগদীশ চন্দ্র বসু রেডিও আবিষ্কার করেন)আমদেরকে যোগাযোগের অদৃশ্য মাধ্যমের সন্ধান দেয়, যা বর্তমানে একজন পাগলও তার সুবিধা ভোগ করছে। ইংরেজ আমলে আমরা রেল গাড়িকে প্রথমে গ্রহন করিনি কিন্তু আমাদের ভুল হয়ে ছিল বলে পরবর্তীতে তা গ্রহন করি, অনেক ক্ষেত্রে ট্রেনের টিকেট পাওয়া যায়না । এই যে কোন কিছুকে প্রথমে গ্রহন না করা, এটা আসলে না জানা বা না বোঝা বা যথেষ্ট জানার আগ্রহ না থাকা।
এমনি এক বৈপ্লবিক আবিষ্কার ২১ শতকের মার্কেটিংয়ে নতুন বিপ্লব ঘটাচ্ছে “নেটওয়ার্ক মার্কেটিং ‘’। যা আমাদের দেশের কিছু ব্যক্তির এ বিষয়ে বিশদ জানা নাই বলে আজকে হাসাহাসি করছে। আমি বিশ্বাস করি তারা একসময় এটা উপলব্দি করবে।


ছবি দেখে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন পৃথিবী বিখ্যাত এই তিন শীর্ষ ধনীকে যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের মাধ্যমে নিজেদের ব্যবসা শুরু করেছেন ।
ওয়ারেন বাফেট, ডোনাল্ড ট্রাম্প, স্যার রিচার্ড ব্রান্সন তাদের নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির নাম ও অনুসন্ধান করতে ভিজিট করুন নিচের লিঙ্ক গুলোতে । 

http://blog.newmoneyblueprint.com/index.php/tag/warren-buffett/
http://7million7years.com/2008/04/05/why-did-warren-buffet-buy-half-dozen-mlm-companies-last-year/
http://en.wikipedia.org/wiki/The_Pampered_Chef
http://www.pamperedchef.com/our_company/statistics.html

2 comments:

  1. But it is very tough to find the legitimate Network Marketing Company in Bangladesh. Here so many company germinated without any Gont. legalization. Maximum MLM/Network Company has no their own products, some are selling others low quality products, and have no many items. If you want to do business on MLM then find an international company who have their own factory/s or products. So far I know their is a company named TIENS, who have a industrial park of 4.2 sq km area and more 18 industries in different countries, also have more than 1000 products related health. For details call me +8801711179759

    ReplyDelete
  2. But it is very tough to find the legitimate Network Marketing Company in Bangladesh. Here so many company germinated without any Gont. legalization. Maximum MLM/Network Company has no their own products, some are selling others low quality products, and have no many items. If you want to do business on MLM then find an international company who have their own factory/s or products. So far I know their is a company named TIENS, who have a industrial park of 4.2 sq km area and more 18 industries in different countries, also have more than 1000 products related health. For details call me +8801711179759

    ReplyDelete