Sunday, August 4, 2013

অর্থনৈ্তিক স্বাধীনতার জন্য মাল্টি লেভেল মার্কেটিং

বিজয়ীরা সব সময় প্রশ্নের উত্তর খোজেন
বিজীতরা প্রশ্নের সমস্যা নিয়ে ব্যস্ত।
বিজয়ীদের একটি কার্যক্রম থাকে
বিজিতদের থাকে সর্ববিষয়েই অজুহাত।
বিজয়ীরা প্রতি সমস্যার একটা সমাধান দেখতে পান
বিজীতরা প্রতি সমাধানে একটি সমস্যা দেখন।

আমি আমার মুল কথা গুলো বলব মাল্টি লেভেল মার্কেটিংকে গিরে।

মাল্টি লেভেল মার্কেটিং কি?
এক কথাই এটি একটি সুন্দর ব্যবসা পদধতি।ইহা মুলত ১৯৪০-৪১ সালে একজন আমেরিকান কেমিস্ট ডাঃ কার্ল রেইন বোর্গ কর্তৃক প্রথম প্রবর্তিত হয়েছিল। এটা ১৯৫৭ সালে আমেরিকার পার্লামেন্টে আন্তর্জাতিক অনুমোদন লাভ করে। বর্তমানে ১২৫টিরও বেশী দেশে এর কাজ শুরু হয় ও স্বল্প সময়ে বিপুল জনপ্রিয়তা লাভ করে। অন্যান্য বাবসার মত মাল্টি লেভেল মার্কেটিং-ও একটা ব্যবসা।তবে এর বৈশিস্ট্য প্রচলিত ব্যবসা পদ্ধতির থেকে একটু ভিন্ন।অন্যান্য বাবসার জন্য দরকার হয় অনেক পুজি,সময় এবং ঝুকিও থাকে অনেক বেশী।পাশাপাশি এ ব্যবসায় স্বল্প পুজি ,স্বল্প সময় এবং ঝুকি নেই বললেই চলে।

অর্থনৈ্তিক স্বাধীনতার জন্য মাল্টি লেভেল মার্কেটিং
অর্থই আমাদের জীবনের একমাত্র গুরুত্বপুর্ণ বিষয়।বাস্তব জীবনে অর্থ ছারা একবিন্দুও অগ্রসর হতে পারি না।অর্থনৈ্তিক স্বাধীনতা যত রকম সুযোগ-সুবিধের দরকার তার সবকিছুই এর মাধ্যমে করা সম্ভব। অন্যান্য ব্যবসা বা পেশার মাধ্যমে এত দ্রূত গতিতে অর্থনৈ্তিক মুক্তি লাভ করা কিছুতেই সম্ভব নয় বরং তাতে রয়েছে অধিক ঝুকি,অনিশ্চয়তা ও সীমাহীন টেনশন,মাল্টি লেভেল মার্কেটিং এর কোন বালাই নেই।আজীবন আয়ের সুযোগ এবং একটা পর্যায়ে এসে আর্থিক নিরাপত্তা সৃস্টির সুযোগ হয়।আপনি কাজ বন্ধ করে দিলেও আপনার টিম কাজ করতে থাকে,তারমানে আপনার কাজ থেমে থাকেনা।এভাবেই আপনি জীবনব্যাপি আয়ের সুযোগ পেয়ে থাকেন।সুতরাং এক্ষেত্রে বলা যাই যে,এখানে আমরা একবার কাজ করি আজীবন আয়ের সুযোগ পাই।মূ্লত এতেই আমাদের অর্থনৈ্তিক স্বাধীনতা পথ তৈ্রি হয়ে যায়।
বিজয়ীরা বলেন “আমি অবশ্যই কিছু করব”
বিজিতরা বলেন,”কিছু করা উচিত”


No comments:

Post a Comment